আহমদীয়া মুসলিম জামা’তের বিশ্ব-প্রধান ও পঞ্চম খলীফাতুল মসীহ্ হযরত মির্যা মসরূর আহমদ (আই.) গত ২৮শে ডিসেম্বর, ২০১৮ টিলফোর্ডস্থ ইসলামাবাদের মসজিদে মুবারকে প্রদত্ত জুমুআর খুতবায় পূর্বের ধারা অনুসরণে নিষ্ঠাবান বদরী সাহাবীদের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন। এ খুতবায় তিনি হযরত আব্দুল্লাহ্ বিন আর্ রবী আনসারী (রা.), হযরত আতিয়া বিন নুয়াইরা (রা.), হযরত সাহল বিন কায়েস (রা.), হযরত আব্দুল্লাহ্ বিন হুমাইইয়ার আল্ আশজায়ী (রা.), হযরত উবায়ের বিন অওস আনসারী (রা.), হযরত আব্দুল্লাহ্ বিন জুবায়ের (রা.)'র জীবনের স্মৃতিচারণ করেন। (বিস্তারিত)
© Ahmadiyya Muslim Community 2008 - 2020. All rights reserved.